জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবিস্ফোরিত ৯০০টি বোমা উদ্ধার

জাপানের ইতোমান শহরের একটি রেস্তোরাঁর পাশ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অবিস্ফোরিত ৯০০টির বেশি বোমা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বোমাগুলো যুক্তরাষ্ট্রের তৈরি।
ইতোমান শহরের পুলিশ কর্মকর্তা কিয়োতাকা মায়েদোমারি জানান, গত বুধবার নির্মাণশ্রমিকেরা সড়ক সম্প্রসারণের কাজ করার সময় বোমার সন্ধান পেয়ে পুলিশে খবর দেন। পরে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞরা এসে ৯০২টি বোমা উদ্ধার করেন। মায়েদোমারি আরও জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক স্থানে অবিস্ফোরিত বোমা ছড়িয়ে পড়ে। তাই সেখানে নির্মাণশ্রমিকেরা কাজ শুরুর আগে বোমা শনাক্তকারী যন্ত্র দিয়ে পরীক্ষা করে নেন।

No comments

Powered by Blogger.