লিবিয়ার ত্রাণবাহী জাহাজ মিসরে নোঙর করেছে

গাজাগামী লিবিয়ার ত্রাণবাহী জাহাজটি অবশেষে তার গতিপথ পাল্টে মিসরের আল আরিশ বন্দরে ভিড়েছে। গত বুধবার সন্ধ্যায় আল আরিশের উত্তর সিনাই এলাকায় জাহাজটি নোঙর করে এবং মাল খালাস শুরু করে। ইসরায়েলের নৌবাহিনীর হুমকির মুখে জাহাজটি তার ঈপ্সিত গন্তব্য থেকে সরে আসতে বাধ্য হয়। লিবিয়ার প্রেসিডেন্ট মোয়াম্মার গাদ্দাফির ছেলের নেতৃত্বাধীন দাতব্য সংস্থা গাদ্দাফি ফাউন্ডেশন জাহাজটি পাঠিয়েছিল।
মিসরের এক কর্মকর্তা বলেছেন, আমালথিয়া নামের ওই জাহাজটি মিসরের উপকূলীয় বন্দর আল আরিশে প্রায় দুই হাজার টন খাদ্য ও ওষুধ নামানো শুরু করে। বন্দরের দায়িত্বে থাকা ক্যাপ্টেন গামাল আবদেল মকসুদ বলেন, ওষুধপত্র নিয়ে ত্রাণকর্মীরা রাফা সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করবেন। অন্যদিকে খাদ্যসামগ্রী আওজা সীমান্ত দিয়ে গাজায় পাঠানো হবে। এসব সামগ্রী স্থলপথে নেওয়ার জন্য রেড ক্রিসেন্ট এবং মিসর কর্তৃপক্ষের ট্রাক আল আরিশে অপেক্ষা করছে।
গত শনিবার গ্রিস থেকে ত্রাণ বোঝাই করে জাহাজটি গাজার উদ্দেশে রওনা হয়। মঙ্গলবার গাজার কাছে আসার পরই ইসরায়েলের নৌবাহিনী সেটির গতিরোধ করে এবং জাহাজটিকে সরে যাওয়ার নির্দেশ দেয়।

No comments

Powered by Blogger.