ইনজুরি না ডোপ টেস্টে বিদায় নানির

পর্তুগিজ উইঙ্গার নানি ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন বলে বড়ই আফসোস পর্তুগালের সমর্থকদের। কিন্তু এখন গুজব রটেছে ডোপ টেস্টে উতরাতে ব্যর্থ হয়েই দলের বাইরে গেছেন তিনি। গুজবটি এতই ডালপালা গজিয়েছে যে শেষে পর্তুগিজ ফুটবল ফেডারেশন আর সে দেশের মাদকবিরোধী সংস্থাকে এ ব্যাপারে বিবৃতি দিতে হয়েছে।
পর্তুগিজ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আমানদিও ডি কারভালহো নানির ইনজুরিতে পড়ার বিস্তারিত জানিয়েছেন, ‘নানি ইনজুরিতেই পড়েছে। তিনি ট্রেনিংয়ের সময় পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। তাঁকে শল্যবিদের ছুরির নিচে যেতে হবে না তবে সেরে উঠতে সময় লাগবে। এ নিয়ে লুকোছাপার কিছু নেই।’
পর্তুগালের মাদকবিরোধী সংস্থার প্রধান লুইস হোর্তার দাবি, কোনো ভিত্তি ছাড়াই এ গুজব ছড়িয়েছে, ‘মূত্র ও রক্তের নমুনা দৈবচয়নের ভিত্তিতে নেওয়া হয়েছিল। আমরা যতটুকু জানি, এতে কারও মাদক নেওয়ার ঘটনা ধরা পড়েনি।’
গত ৪ জুন লিসবনে অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন নানি। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে বিশ্বকাপের জন্য আনফিট ঘোষণা করেন দলের চিকিৎসকেরা।

No comments

Powered by Blogger.