মেয়াদ শেষের আগেই পদত্যাগ করছেন ব্রিটিশ সামরিক বাহিনীর প্রধান

মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ছয় মাস আগেই পদ থেকে সরে দাঁড়াবেন ব্রিটেনের সামরিক বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল স্যার জক স্টিরাপ। গতকাল রোববার ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্স এ কথা জানান। সে দেশের সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হয়েছে, আফগানিস্তানের রণাঙ্গনে ব্যর্থতার জেরে তাঁকে সরিয়ে দেওয়া হচ্ছে।
২০০৬ সাল থেকে সামরিক বাহিনীর প্রধানের পদে রয়েছেন স্টিরাপ। ব্রিটেনের বিদায়ী লেবার পার্টির নেতৃত্বাধীন সরকার তাঁর মেয়াদ বাড়ানোর পক্ষে সুপারিশ করেছিল। স্টিরাপের সঙ্গে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ বেসামরিক কর্মকর্তা স্যার বিলি জেফরিকেও বিদায় নিতে হবে। তাঁরা দুজনই সাবেক লেবার পার্টির সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্স বলেন, মেয়াদ পূর্ণ হওয়ার আগেই আগামী শরতে পদত্যাগ করতে পারেন স্টিরাপ। লিয়াম জানান, পর্যালোচনা শেষ হওয়ার পর তিনি সবচেয়ে ভালো কর্মীকে যোগ্য পদে দেখতে চান। তিনি ইঙ্গিত দেন, স্টিরাপ ও জেফরিকে দ্রুত বিদায় নিতে হবে। আফগানিস্তানে সেনাদের যথাযথ সহায়তা না দেওয়ার ব্যাপারে স্টিরাপকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে।

No comments

Powered by Blogger.