গাজায় ইসরায়েলি অবরোধ ‘অবশ্যই ভঙ্গ করা উচিত’

গাজায় ইসরায়েলি অবরোধ ‘অবশ্যই ভেঙে ফেলা উচিত’ বলে মন্তব্য করেছেন আরব লিগের প্রধান আমর মুসা। গতকাল রোববার গাজা সফরের সময় তিনি এ মন্তব্য করেন।
১০ ঘণ্টার সফরে গতকাল মিসরের সঙ্গে গাজার রাফাহ সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করেন আমর মুসা। সেখানে ফিলিস্তিনি কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। আমর মুসা বলেন, ‘গাজায় ইসরায়েলি অবরোধের ব্যাপারে আরব লিগের অবস্থান স্পষ্ট। এই অবরোধ অবশ্যই ভঙ্গ করা উচিত।’ তিনি আরও বলেন, শুধু আরব বিশ্বই নয়, সারা বিশ্বের উচিত, ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানো এবং গাজায় ইসরায়েলি অবরোধ ও পূর্ব জেরুজালেমে তাদের কর্মকাণ্ডের বিরোধিতা করা।
ফিলিস্তিনের দুই প্রধান দল হামাস ও ফাত্তাহর মধ্যে মতপার্থক্য কমিয়ে আনতে দল দুটির নেতাদের প্রতি আহ্বান জানান আমর মুসা।
গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর ‘ফ্রিডম ফ্লোটিলা’য় ইসরায়েলি বাহিনীর হামলার প্রায় দুই সপ্তাহ পর গাজা সফরে গেলেন আরব লিগের প্রধান। তাঁর সহকারী হিশাম ইউসেফ গত সপ্তাহে বলেন, ফিলিস্তিনি জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য গাজা সফর করবেন আমর মুসা।

No comments

Powered by Blogger.