লন্ডনে প্রতিবাদের মুখে উগ্রপন্থী দলের কর্মসূচি স্থগিত

লন্ডনে স্থানীয় জনগণের প্রতিবাদের মুখে ইংলিশ ডিফেন্স লিগ (ইডিএল) নামের একটি উগ্রপন্থী দলের বিক্ষোভ সমাবেশ স্থগিত করা হয়েছে। ২০ জুন অনুষ্ঠেয় ‘ইসলামিক স্টুডেন্ট কনফারেন্স’ নামের একটি কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ জানাতে মুসলমান অধ্যুষিত পূর্ব লন্ডনের ট্রক্সি হলে এই বিক্ষোভ সমাবেশের আহ্বান করেছিল ইডিএল।
ইডিএলের তৎপরতা ঠেকাতে স্থানীয় বর্ণবাদবিরোধী সংগঠনগুলো একত্রিত হয়ে একই দিনে পাল্টা কর্মসূচি ঘোষণা করে। এই পরিস্থিতিতে সংঘর্ষ এড়াতে ট্রক্সি হল কর্তৃপক্ষ শুক্রবার উভয় কর্মসূচি বাতিলের ঘোষণা করে।
হাজারখানেক সমর্থক নিয়ে গত বছর ব্রিটেনে আত্মপ্রকাশ করে ইডিএল। দলটি নিজেদের পরিচয় সম্পর্কে দলীয় ওয়েবসাইটে লিখেছে, মুসলিম চরমপন্থীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। প্রতিষ্ঠার পর গত এক বছরে তারা ব্রিটেনের বিভিন্ন স্থানে ইসলামবিরোধী বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে। ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ান-এর অনুসন্ধানী প্রতিবেদনে এরই মধ্যে দলটির বিভিন্ন বর্ণবাদী কর্মকাণ্ডের প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
ইডিএল দলীয় সূত্রে জানা গেছে, অনুমতি বাতিল করে দেওয়ায় ইডিএল ২০ জুনের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে। তবে বর্ণবাদবিরোধীরা তাদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ওই দিন পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে সমাবেশ করবে তারা। ইডিএলের সমর্থকদের আকস্মিক হামলা এড়াতে লন্ডন পুলিশ নিরাপত্তা জোরদার করেছে।
পূর্ব লন্ডনে বর্ণবাদ রুখে দিতে বেথনালগ্রিন ও বো নির্বাচনী এলাকার এমপি রুশনারা আলী, টাওয়ার হ্যামলেটস এলাকার মেয়র হেলাল আব্বাসসহ পূর্ব লন্ডনের প্রায় ৭০টি সংগঠনের ৭০০ নেতা-কর্মী একত্রিত হয়ে ইডিএলের কর্মসূচির প্রতিবাদ জানান। তাঁরা ‘ঘৃণার কোনো স্থান নেই’ নামের যুক্ত বিবৃতিতে সই করেন। বিবৃতিতে বলা হয়, ইডিএলের কর্মসূচি নাৎসি বাহিনীর কর্মসূচির সমতুল্য। সভ্য সমাজে এ ধরনের তৎপরতা রুখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
ইডিএল ইতিমধ্যে ব্রিটেনের মুসলমান অধ্যুষিত লিডস, নিউক্যাসেলসহ ১০টি অঞ্চলে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এরই ধারাবাহিকতায় আগামী ২০ জুন ‘ইসলামিক স্টুডেন্ট কনফারেন্স’ ঠেকাতে ওই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল ইডিএল।

No comments

Powered by Blogger.