ল্যানের তার পুড়ে ডিএসইর লেনদেন এক ঘণ্টা বিঘ্নিত

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বিঘ্নিত হয়েছে। গতকাল সোমবার ভোরে বৃষ্টিজনিত বিদ্যুৎ-বিভ্রাটে মতিঝিলের ইস্পাহানি ভবনের সামনে ডিএসইর লোকাল এরিয়া নেটওয়ার্কের (ল্যান) ৫০ গজ তার পুড়ে যায়। ফলে বেলা ১১টায় ডিএসইর প্রধান সার্ভার চালু হলেও লেনদেন শুরু হয়নি।
জানা গেছে, ল্যান লাইন পুড়ে যাওয়ার কারণে ৫০টি ব্রোকারেজ হাউস শুরুতে লগইন করতে পারেনি। এতে করে লেনদেন এক ঘণ্টা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। যারা লগইন করতে পারেনি তাদের এই সময় ডায়ালআপ পদ্ধতিতে লগইন করতে বলা হয়। দুপুর ১২টার মধ্যে ২৩৮টি ব্রোকারেজ হাউসের মধ্যে ২২৪টি লগইন করতে সক্ষম হলে লেনদেন শুরু হয়। পরে সময় আধা ঘণ্টা বাড়িয়ে সাড়ে তিনটা পর্যন্ত লেনদেন হয়।
যোগাযোগ করা হলে ডিএসইর পক্ষ থেকে বলা হয়, ল্যান লাইন পুড়ে যাওয়ার কারণে অনেক ব্রোকারেজ হাউস ঠিকমতো লগইন করতে পারেনি। তাই এক ঘণ্টা দেরিতে লেনদেন শুরু হয়। বিঘ্নিত এলাকায় সংস্কারকাজ দ্রুত শেষ করার চেষ্টা করছে সরকারি সংস্থা। আজকে নির্দিষ্ট সময় অনুযায়ী লেনদেন শুরু হবে বলে ডিএসই থেকে জানানো হয়।
অবশ্য লেনদেন বিঘ্নিত হলেও গতকাল এক হাজার ৫৬৭ কোটি টাকার লেনদেন হয়েছে। তবে সূচক কিছুটা পড়ে গেছে। গতকাল সাধারণ সূচক ১১ দশমিক ২১ পয়েন্ট কমে ডিএসই সূচক ৬২০১ দশমিক ৪৯ পয়েন্টে গিয়ে দাঁড়ায়।
লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১৫৮টি ও অপরিবর্তিত থাকে পাঁচটির।
গতকালের লেনদেনের শীর্ষ তালিকায় ছিল তিতাস গ্যাস, স্ট্যান্ডার্ড ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো, এবি ব্যাংক উল্লেখযোগ্য। বেশি দাম বেড়েছে এমন শীর্ষ ১০টি শেয়ারের তালিকায় আছে গ্ল্যাক্সোস্মিথ, ইউসিবিএল, ইউএলসি, ফুওয়াং সিরামিকস, যমুনা ওয়েল, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ষষ্ঠ আইসিবি, চতুর্থ আইসিবি, তৃতীয় আইসিবি ও বিডি ফাইন্যান্স।

No comments

Powered by Blogger.