নতুন সংবিধানকে অনুমোদন দিল জনগণ

কিরগিজস্তানের জনগণ গত রোববার অনুষ্ঠিত গণভোটে সে দেশের নতুন সংবিধানটি অনুমোদন করেছেন। এই সংবিধান পার্লামেন্টকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিক ফলাফলের ভিত্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, ৯০ দশমিক ৮ শতাংশ ভোটার প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করার পরিকল্পনার পক্ষে।
গত এপ্রিলে প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভ ক্ষমতাচ্যুত হওয়ার পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই গণভোটের আয়োজন করেছে।
কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলে কিরগিজ ও উজবেকদের মধ্যে কয়েক দফা জাতিগত দাঙ্গা সংঘটিত হওয়ার প্রায় দু সপ্তাহ পর এই গণভোট অনুষ্ঠিত হলো। ওই দাঙ্গায় শত শত লোক প্রাণ হারায়।
কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলেছে, ৯০ দশমিক সাত শতাংশেরও বেশি ভোটার নতুন সংবিধানকে সমর্থন জানিয়েছে। প্রায় আট শতাংশ এর বিরোধিতা করেছে।
কমিশন জানায়, প্রায় ২৭ লাখ ভোটারের মধ্যে ৭০ শতাংশ ভোট দিয়েছেন।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রোজা ওতুনবায়েভা বলেন, তাঁকে এখন একজন তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত করা হবে এবং এরপর তিনি একটি সরকার গঠন করবেন। আগামী অক্টোবর মাসে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ওতুনবায়েভা ২০১১ সালের নির্বাচন পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

No comments

Powered by Blogger.