ভারতের রাজ্যসভায় কোটিপতিদের ভিড়

ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার নবনির্বাচিত ৫৫ জন নতুন সাংসদের মধ্যে কোটিপতিরাই দখল করেছেন প্রায় অর্ধেক আসন। এই ৫৫ জন সাংসদের মধ্যে ৫০ জনের সম্পদের মোট পরিমাণ এক হাজার ২৫০ কোটি রুপি। এর মধ্যে রয়েছেন যেমন কংগ্রেস, বিজেপি, আরজেডি, বহুজন সমাজপার্টি, তেলেগু দেশম পার্টির সাংসদ, তেমনি রয়েছেন নির্দলীয় প্রার্থীরাও।
কোটিপতিদের তালিকার শীর্ষে আছেন কর্ণাটক থেকে বিজয়ী নির্দলীয় প্রার্থী বিজয় মালিয়া। তিনি কিংফিশার এয়ারলাইনসসহ আরও কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের মালিক। সম্পদের পরিমাণ ৬১৫ কোটি রুপি। দ্বিতীয় স্থানে রয়েছেন অন্ধ্র প্রদেশের শিল্পপতি ওয়াই সত্যনারায়ণ চৌধুরী। তিনি জিতেছেন তেলেগু দেশম পার্টির টিকিটে। তাঁর সম্পদের পরিমাণ ২০০ কোটি রুপি। তৃতীয় স্থানে রয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাংসদ দীপ সিং। তাঁর সম্পদের পরিমাণ ৮২ কোটি রুপি। আর সবচেয়ে কম সম্পদের মালিক মধ্য প্রদেশ থেকে বিজেপির টিকিটে জেতা অনিল দাভে। তাঁর সম্পত্তির পরিমাণ মাত্র দুই লাখ ৭০ হাজার রুপি।
রাজস্থান থেকে বিজেপির টিকিটে জেতা ভারতের প্রখ্যাত আইনজীবী রাম জেঠমালানির সম্পদের পরিমাণ হলো ৩০ কোটি রুপি। এ ছাড়া কংগ্রেসের অম্বিকা সোনি ১৭.৭ কোটি, অস্কার ফার্নান্দেজ ১৫ কোটি, বিজেপির ভেংকাইয়া নাইডু সাত কোটি ৭২ লাখ, রাজীব প্রতাপ রুডি চার কোটি ৪০ লাখ, মুকতার আব্বাস নাকভি দুই কোটি ৬১ লাখ এবং লোক জনশক্তি পার্টির নেতা রাম বিলাস পাশোয়ান দুই কোটি। তবে তামিলনাড়ুর পাঁচ সাংসদের সম্পদের বিবরণ পাওয়া যায়নি। তবে এটুকু সংবাদ মিলেছে, ওই পাঁচজনের মধ্যে দুজন কোটিপতি।

No comments

Powered by Blogger.