রিয়ালকে পাল্টা জবাব

দুজনের মধ্যে অনেক মিল। দুজনই নেদারল্যান্ডের। জন্মেছেন একই সালে। দুজনই একই সঙ্গে ২০০৭ সালে এসেছিলেন রিয়াল মাদ্রিদে। দুই বছরে দুজনই একই সঙ্গে ‘বিতাড়িত’ হয়েছেন। সবচেয়ে বড় মিল বোধহয় এটাই, আজ চ্যাম্পিয়নস লিগে দুজনই ফিরছেন সেই বার্নাব্যুতে। ফিরছেন নিজ নিজ দলের সেরা খেলোয়াড়ের তকমা এঁটে। বায়ার্ন মিউনিখের আরিয়েন রোবেন আর ইন্টারের ওয়েসলি স্নাইডারের এ যেন রিয়ালকে পাল্টা জবাব!
‘মৌসুমের শুরুতে আমরা দুজনই মাদ্রিদে থেকে যেতে চেয়েছিলাম কিন্তু পরিস্থিতি পাল্টে গেল। তাই চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সেখানে আবার ফিরতে পেরে দারুণ লাগছে’—বায়ার্নের ওয়েবসাইটে রোবেনের বার্তা। এর মধ্যে রিয়ালকে পাল্টা জবাব দেওয়া হলো কী করে? পরের কথাগুলো তাহলে পড়ুন, ‘রিয়ালের স্বপ্ন ছিল (আজকের) এই ফাইনালে নিজেদের মাঠে খেলার। কিন্তু সেই স্বপ্নপূরণ হয়নি। কিন্তু আমরা যে দুজনই চলে গিয়েছিলাম, নতুন ক্লাব খুঁজে নিয়েছিলাম, তারাই এখন এখানে, ফাইনালে!’
দুজনে খুব ভালো বন্ধুও। এই ম্যাচের আগেই যেমন দুজন দুজনকে শুভকামনা জানিয়েছেন। কিন্তু ম্যাচ শুরুর বাঁশি বেজে ওঠার সঙ্গে সঙ্গেই দুজন ভুলে যাবেন বন্ধুত্ব। রোবেন স্বীকার করে নিলেন, ‘এই মৌসুমে এখন পর্যন্ত আমরা দুজন যেভাবে খেলেছি, সেটা নিয়েই গর্ব করা যায়।’
তবে চোটের কারণে আজ নাও খেলা হতে পারে স্নাইডারের। রোবেন অবশ্য বলছেন, ‘ও অবশ্যই খেলবে। দরকার হলে ১০০টি ইনজেকশন নেবে, তার পরও খেলবে।

No comments

Powered by Blogger.