ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনায় লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ইরানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের বলপ্রয়োগের নীতির কড়া সমালোচনা করেছেন। তেহরানসহ কয়েকটি দেশ সফর শেষে দেশে ফিরে তিনি গত বৃহস্পতিবার জিজ্ঞাসার সুরে বলেন, ‘সংবাদপত্রের কলাম লেখকেরা লিখছেন, ইরানের ব্যাপারে ব্রাজিলের মধ্যস্থতা করার কিছু নেই।’ একই সঙ্গে তিনি আরও বলেন, ‘কিন্তু কে বলেছে, ইরান শুধু যুক্তরাষ্ট্রের বিষয়?’ খবর এএফপির।
তিনি বলেন, ‘প্রকৃত সত্য হলো, ইরানকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে তারা শয়তান এবং আলোচনায় বসতে চায় না।’
লুলা বলেন, প্রকৃত অবস্থা হচ্ছে, ইরান আলোচনার টেবিলে বসার সিদ্ধান্ত নিয়েছে।
ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা ঠেকাতে একটি চুক্তির লক্ষ্যে তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সঙ্গে লুলা ও তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগানের বৈঠকের তিন দিন পর ব্রাসিলিয়ায় ফিরে তিনি সাংবাদিকদের সামনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এ ক্ষোভ প্রকাশ করেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদেশ ব্রাজিল ও তুরস্ক নিষেধাজ্ঞা প্রস্তাবের বিরোধিতা করছে।

No comments

Powered by Blogger.