রুনির আরেকটি মুকুট

পুরস্কারের হ্যাটট্রিক করলেন ওয়েইন রুনি। না, ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রফি-কেসে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেকটা ট্রফি জমা পড়েনি। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের স্পনসর বার্কলেসের বর্ষসেরা ফুটবলার হয়েছেন ইংলিশ স্ট্রাইকার। এর আগে পিএফএ (প্রোফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশন) ও ফুটবল-লেখকদের বর্ষসেরা খেলোয়াড়ও হয়েছেন তিনিই।
ইংলিশ প্রিমিয়ার লিগে ৩২ ম্যাচে ২৬ গোল করেছেন রুনি। তাঁর এই পারফরম্যান্সের কারণেই চেলসির সঙ্গে শিরোপা লড়াইটা লিগের শেষ ম্যাচ পর্যন্ত নিয়ে যেতে পেরেছে ম্যানইউ। তবে শেষ দিকে চোটের কারণে নিয়মিত খেলতে পারেননি সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার। ম্যানইউরও তাই টানা চতুর্থ শিরোপা জেতা হয়নি। লিগের সর্বোচ্চ গোলদাতার অর্জনটাও হাতছাড়া হয়ে গেছে দিদিয়ের দ্রগবার (২৯) কাছে।
বার্কলেসের চোখে বছরের সেরা ম্যানেজার হ্যারি রেডনাপ। টটেনহাম হটস্পারকে শীর্ষ চারে রাখতে পারার পুরস্কারই এটা। তবে এলএমএ (লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের) বর্ষসেরার পুরস্কারটা পেয়েছেন ফুলহাম কোচ রয় হডসন। ফুলহামকে ইউরোপা লিগের ফাইনালে তুলেছেন তিনি। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ফুলহামের সেই ফাইনাল আজ। শিরোপা জিততে পারলে এলএমএ বর্ষসেরা হওয়াটা পুরোপুরিই সার্থক হয় হডসনের।

No comments

Powered by Blogger.