উইন্ডিজ ‘এ’ দলের আরেকটি জয়

আন্তর্জাতিক ক্রিকেট খেলা নয়জন ক্রিকেটার আছেন দলে। শুধু কাগজে-কলমে নয়, ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল প্রমাণ করছে মাঠের পারফরম্যান্সেও তারা ফেবারিট। ড্যারেন ব্রাভোর সেঞ্চুরিতে ফাইনালের পোশাকি মহড়ায় দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়েছে তারা ৮১ রানে। ত্রিপক্ষীয় সিরিজের প্রথম দুই ম্যাচেও জিতেছিল ট্রাভিস ডাওলিনের দল।
মিরপুরে কাল টস জিতে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের প্রথম তিন ব্যাটসম্যানকে ১৫ ওভারের মধ্যেই ফিরিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে পরের উইকেটটির জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে ৩৮.১ ওভার পর্যন্ত। তৃতীয় উইকেটে ১৩৩ রানের জুটি গড়েন দুই বাঁহাতি ব্রাভো ও ব্রেন্ডন ন্যাশ। আগের ম্যাচে ৬০ রান করা ন্যাশ কাল করেছেন ৭১। ম্যাচ-সেরা ব্রাভোকে আউট করতে পারেনি কেউই, ১০ চার ও এক ছয়ে ১০৭ করেছেন ১১৯ বলে। চতুর্থ উইকেটে কার্ক এডওয়ার্ডসকে নিয়ে ৮৬ রানের জুটি গড়েছেন মাত্র ৬২ বলে। এডওয়ার্ডস করেছেন ৩১ বলে ৫০।
প্রথম ১০ ওভারেই প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’। আটে নেমে সর্বোচ্চ ৪২ রান অধিনায়ক থামি সোলেকিলের। ৪ উইকেট নিয়েছেন লায়নেল বেকার, ৩টি সফরে প্রথম খেলতে নামা গ্যাভিন টং।
সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ ৫০ ওভারে ২৯৫/৫ (ব্রাভো ১০৭*, ন্যাশ ৭১, এডওয়ার্ডস ৫০, ফিলিপস ২৫। শাবালালা ২/৪৬, এলগার ১/৪১, তোতসোবে ১/৪৯, বেইলি ১/৫১)। দক্ষিণ আফ্রিকা ‘এ’: ৪৪.৩ ওভারে ২১৪ (সোলেকিলে ৪২, ফন উইক ৩৪, মিলার ৩১, এলগার ৩০। বেকার ৪/৩২, টং ৩/৪৭, শিলিংফোর্ড ২/৩৯, ইমরান ১/৫৪)।

No comments

Powered by Blogger.