টি-টোয়েন্টি সিরিজ হারল একাডেমি দল

আগের দিন ১৭০ করে হারতে হয়েছিল। আর কাল ১৪২ নিয়েও লড়াই করেছে জিপি-বিসিবি একাডেমি দল, তবে শেষ পর্যন্ত তাদের ৩ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ ২-০ তে জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা একাডেমি দল। দুটি চার দিনের ম্যাচ ড্র হওয়ার পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিপি-বিসিবি একাডেমি জিতেছিল ২-১-এ। পরাজয়ে জিপি-বিসিবির সান্ত্বনা অলরাউন্ডার সাব্বির রহমানের সিরিজ-সেরা হওয়া।
বিকেএসপিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে কেশব মহারাজের প্রথম ওভারেই দু উইকেট হারায় জিপি-বিসিবি একাডেমি। টানা চার ওভারের স্পেলে পরের দুই ব্যাটসম্যানকেও আউট করেন ম্যাচ-সেরা কেশব। ৩৯ রানে ৪ উইকেট হারানো জিপি-বিসিবি ২০ ওভারে ১৪২ রান করতে পারে সাব্বির (৩৮), আসিফ (২৩) ও নাসিরের (২৩) কার্যকরী তিনটি ইনিংসের কল্যাণে। তিনে নামা কোবাস পাইনারের ২৮ বলে ৫৭ রানের ইনিংসের পরও দক্ষিণ আফ্রিকা চাপে পড়ে গিয়েছিল সানজামুল ইসলাম তিন উইকেট নেওয়ায়। তবে ১৭ বলে ৩১ রান করে দলকে লক্ষ্যে পৌঁছে দেন ডমিনিক হেনড্রিক্স।

No comments

Powered by Blogger.