দাঁত না মাজলে হূদরোগের ঝুঁকি

যারা নিয়মিত দাঁত মাজে না, মুখ থাকে অস্বাস্থ্যকর— তুলনামূলক-ভাবে তাদের হূদরোগ বেশি হয়। স্কটল্যান্ডের গবেষকদের একটি সমীক্ষার ফলাফলে এ কথা জানা যায়। গতকাল শুক্রবার চিকিৎসা সাময়িকী ব্রিটিশ মেডিকেল জার্নাল-এ এই সমীক্ষাবিষয়ক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকেরা স্কটল্যান্ডের ১১ হাজার নাগরিকের ওপর এই সমীক্ষা চালান। এর মধ্যে প্রতি ১০ জনে সাতজন জানান, প্রতিদিন তাঁরা দুবার করে দাঁত মাজেন। ১০ জনের মধ্যে ছয়জনের ভাষ্য, ছয় মাস পর পর তাঁরা দাঁতের চিকিৎসকের কাছে যান। অন্যদের বারবার দাঁত মাজার ব্যাপারে তেমন আগ্রহ নেই। এসব ব্যক্তির দাঁতের যত্ন নেওয়া ব্যক্তিদের চেয়ে হূদরোগের বাড়তি ঝুঁকি ৭০ শতাংশ।

No comments

Powered by Blogger.