ইথিওপিয়ার নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে বিরোধী জোট

ইথিওপিয়ার গত রোববারের জাতীয় নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে দেশটির প্রধান বিরোধী জোট। নির্বাচনে বর্তমান প্রধামন্ত্রী মেলেস জেনাবির দল ইথিওপিয়ান পিপল্স রেভল্যুশনারি ডেমোক্রেটিক ফ্রন্ট (ইপিআরডিএফ) জয়লাভ করেছে।
বিরোধী জোট মেদারিকের প্রধান নেতা মেরারা গুদিনা জানান, ‘নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে আমরা নতুন নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানাচ্ছি।’
নির্বাচনে ৫৩৬টি আসনের মধ্যে মেদারিক মাত্র একটি এবং ক্ষমতাসীন ইপিআরডিএফ ৪৯৯টি আসনে জয়লাভ করে।
এর আগে অন্য একটি বিরোধী দল ২৩ মের নির্বাচন প্রত্যাখ্যান করেছিল। ইউরোপীয় পর্যবেক্ষকেরা এর সমালোচনা করেছেন।

No comments

Powered by Blogger.