‘ভারত যুক্তরাষ্ট্রের কৌশলগত অন্যতম অংশীদার’

বর্তমান আন্তর্জাতিক বাস্তবতায় ভারতকে অন্যতম কৌশলগত অংশীদার বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। চীন ও রাশিয়ার সঙ্গে অংশীদারের বিষয়টিকেও দেশটি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যুক্তরাষ্ট্রের নয়া জাতীয় নিরাপত্তা কৌশলে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপ-উপদেষ্টা বেন রোডস বলেন, ‘ভারত একটি গণতান্ত্রিক দেশ। এই দেশটির সঙ্গে আমরা গণতান্ত্রিক মূল্যবোধ বিনিময় করতে পারি। ভারতের সঙ্গে অংশীদারের মাধ্যমে ওই অঞ্চলসহ সারা বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা যৌথভাবে কাজ করতে পারি।

No comments

Powered by Blogger.