পশ্চিমবঙ্গে ৮১ পৌরসভায় নির্বাচন কাল

কলকাতা ও বিধান নগরসহ পশ্চিমবঙ্গের ৮১টি পৌরসভার নির্বাচন কাল রোববার অনুষ্ঠিত হবে। নির্বাচনে কলকাতার ১৪১টি ওয়ার্ডে অর্ধেকের বেশি ভোটকেন্দ্রকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। পশ্চিমবঙ্গে পৌরসভা নির্বাচনের ইতিহাসে এই প্রথমবার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আধাসামরিক বাহিনী চাওয়া হয়েছে।
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এ নির্বাচনে বাম বিপর্যয় হলে তিন-চার মাসের মধ্যেই বিধানসভা নির্বাচনের ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে নাকি মমতার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের কথাও হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষক অনেকের মতে, এ নির্বাচনে বাম বিপর্যয় সময়ের ব্যাপার মাত্র। তবে বাম নেতাদের মূল্যায়ন—যতটা বলা হচ্ছে, ততটা খারাপ ফল হবে না। সম্প্রতি এক সমীক্ষায় বলা হয়েছে, কলকাতা পৌরসভার ১৮১টি ওয়ার্ডের মধ্যে ৭০-৭৫টি ওয়ার্ডে জিততে পারে তৃণমূল কংগ্রেস। আর কংগ্রেস পেতে পারে তিন থেকে পাঁচটি আসন। অন্যদিকে সিপিআইএম তথা বামফ্রন্ট আসন পেতে পারে ৫৫-৬০টি।

No comments

Powered by Blogger.