ভাঙনের মুখে কংগ্রেস তৃণমূল জোট

জোট বেঁধে ২০০৯ সালের লোকসভা নির্বাচন করেছে কংগ্রেস-তৃণমূল জোট। এবার ফের এসেছে পশ্চিমবঙ্গের ৮১টি পৌরসভা এবং কলকাতা পৌর করপোরেশনের নির্বাচন। এ নির্বাচনে বামফ্রন্টকে কলকাতার দৃশ্যপট থেকে মুছে দেওয়ার জন্য জোট বাঁধে কংগ্রেস-তৃণমূল। কিন্তু ক্ষমতার মোহে সেই জোট এখন ভাঙনের মুখে। ৩০ মে ৮১টি পৌরসভা এবং কলকাতা পৌর করপোরেশনের নির্বাচন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৪ মে।
বামফ্রন্ট ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন পৌরসভা এবং কলকাতা পৌর করপোরেশনের ১৪১টি আসনের প্রার্থিতা ঘোষণা করেছে। অথচ কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস এখনো আসন ভাগাভাগির বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি। কংগ্রেস চেয়েছে ৫১টি আসন। কিন্তু তৃণমূল কংগ্রেসকে ছেড়েছে মাত্র ২৫টি আসন। এই ২৫টি ছেড়ে বাকি আসনে বুধবার প্রার্থিতাও ঘোষণা করেছে তৃণমূল। এ সিদ্ধান্ত মেনে নিতে পারেনি কংগ্রেস। তারা বলেছে, তাদের ৫১টি আসন দেওয়া না হলে তারা ৮২টি আসনে লড়বে।
কংগ্রেস-তৃণমূল জোটের এ বিরোধ ছড়িয়ে পড়েছে অন্যান্য পৌরসভার নির্বাচনেও। কংগ্রেস মুর্শিদাবাদ জেলার ছয়টি পৌরসভার সব আসনে এককভাবে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

No comments

Powered by Blogger.