কিরগিজ নেতাদের মেদভেদেভের হুঁশিয়ারি

রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ গতকাল শুক্রবার কিরগিজস্তানের নতুন নেতাদের সতর্ক করে দিয়ে বলেছেন, তাঁদের পূর্বসূরিদের ভুলগুলো এড়িয়ে চলতে হবে। ব্রাজিল সফরকালে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি কিরগিজস্তানের নতুন কর্তৃপক্ষের কাছে খুবই প্রত্যাশা করি তাঁরা যেন ভুলগুলো থেকে মুক্ত থাকেন।’ এদিকে কিরগিজস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভের স্বজনেরা গতকাল শুক্রবার সরকারি কর্মকর্তাদের কাছে অস্ত্র জমা দিয়েছেন। কুরমানবেক গত বৃহস্পতিবার প্রতিবেশী দেশ কাজাখস্তানে চলে যাওয়ার এক দিন পর তাঁরা এ অস্ত্র জমা দিলেন। খবর এএফপি ও এপি।
মেদভেদেভ আবারও বলেছেন, রাশিয়া কিরগিজস্তানকে মানবিক সহায়তা দেবে। কিন্তু তিনি সতর্ক করেছেন, রাশিয়া তখনই কেবল বড় প্রকল্পগুলো চালিয়ে যাবে যখন তারা মনে করবে কিরগিজস্তানের নতুন নেতৃত্বের তা চালানোর মতো দক্ষতা আছে। তিনি বলেন, ‘আমি মনে করি নতুন নেতাদের প্রচণ্ড রাজনৈতিক সাহস আছে। কাজেই তারা এটি পারবে। তা না হলে এটি তেমন সহজ হবে না।’ মেদভেদেভ আরও বলেন, কুরমানবেকের দেশ ত্যাগ সে দেশের মানুষকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচিয়েছে।

No comments

Powered by Blogger.