ভারতে মাওবাদী দমনে চালকবিহীন বিমান উড্ডয়ন

ভারতে মাওবাদীদের গতিবিধির ওপর নজর রাখতে গত বুধবার রাতে ছত্তিশগড়ে পরীক্ষামূলকভাবে চালকবিহীন বিমান উড্ডয়ন করা হয়েছে। এ সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়াও ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ওডিশা, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মনুষ্যবিহীন এই বিমান ১০ হাজার ফুট উঁচু দিয়ে ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে উড়তে পারে। একটানা চলতে পারে চার ঘণ্টা। উড়তে উড়তেই মাওবাদীদের গতিবিধি, তাদের আস্তানার তথ্য দেবে বিমানটি।
বিমান থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী মাওবাদী মোকাবিলায় কৌশলগত পদক্ষেপ নিতে পারবে।
আফগানিস্তান ও ইরাকে আল-কায়েদা ও তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে এত দিন মার্কিন সেনারা এ ধরনের মনুষ্যবিহীন বিমানের ব্যবহার করে আসছিল।
ছত্তিশগড়ের দান্তেওয়াদায় ৬ এপ্রিল মাওবাদীদের হামলায় ৭৬ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার ঘটনার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালকবিহীন বিমান থেকে মাওবাদীদের গতিবিধির ওপর নজর রাখার সিদ্ধান্ত নেয়। ছত্তিশগড়ে ওই হামলার পর থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়ে কেন্দ্রীয়সরকার।

No comments

Powered by Blogger.