মিসরে ২ হাজার ৩০০ বছরের পুরোনো মমি আবিষ্কার

মিসরের প্রত্নতাত্ত্বিকেরা রাজধানী কায়রো থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বাহারিয়া ওয়েসিস এলাকা থেকে দুই হাজার তিনশ বছরের পুরোনো একটি রোমান মমি আবিষ্কার করেছেন। মিসরের এন্টিকস্ কাউন্সিল গতকাল সোমবার এ কথা জানিয়েছে।
কাউন্সিলের প্রধান জাহি হাওয়াস বলেছেন, তাঁরা গ্রিসীয়-রোমান যুগের পাথরের শবাধারে রাখা মাত্র তিন ফুট লম্বা একটি মমিকৃত দেহ পেয়েছেন। মমিটিতে প্রাচীন রোমান আমলের নারীদের পোশাক পরানো। তাঁরা নিশ্চিত হয়েছেন, এটি অল্প বয়স্ক কোনো কিশোরী অথবা খর্বাকৃতি কোনো নারীর মমি।
মমি ছাড়াও সেখানে পৌরাণিক আকাশের দেবতা হোরাসের চার পুত্রের চিত্রখোদিত একটি সোনার পাতও পাওয়া গেছে।
কাউন্সিল থেকে বলা হয়েছে, একটি যুব কেন্দ্রের ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে ওই মমি ও প্রত্নসম্পদগুলো পাওয়া যায়।

No comments

Powered by Blogger.