পীরগঞ্জে রাকাব-বিএমডিএর ঋণ বিতরণ শুরু

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেচসুবিধাভুক্ত কৃষকদের মধ্যে ঋণ বিতরণ শুরু করেছে। উভয় প্রতিষ্ঠানের যৌথ তদারকি ঋণ কর্মসূচির আওতায় এ ঋণ বিতরণ করা হচ্ছে।
রাকাবের ব্যবস্থাপনা পরিচালক ম. ফজলুল হক সম্প্রতি ব্যাংকের পীরগঞ্জ উপজেলার ভাবনাগঞ্জ হাট রাকাব শাখা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে রাকাবের ঋণ ও অগ্রিম বিভাগের প্রধান খন্দকার গোলাম মোস্তফা ও পীরগঞ্জ শাখা ব্যবস্থাপক শামসুল আলম শাহ, বিএমডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফিরোজ হোসেন, কৃষক মো. নূরুজ্জামান প্রমুখ বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন রাকাবের ঠাকুরগাঁওয়ের জোনাল ব্যবস্থাপক খাজা ওয়ালিউল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে দুই শতাধিক কৃষক ও কৃষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.