রাজশাহীই পাচ্ছে শিরোপার সুবাস

এক দিন আগেই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, জাতীয় লিগের ফাইনাল ম্যাচটি ড্র হলে আগের দুই রাউন্ডে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল চ্যাম্পিয়ন হবে। কাল লিগের টেকনিক্যাল কমিটি সেই ভুল সংশোধন করে জানাল, শিরোপা নির্ধারণী সবকিছুই ফাইনাল-নির্ভর। জয়-পরাজয় হলে তো জেতা দলই চ্যাম্পিয়ন, ম্যাচ ড্র হলে শিরোপা পাবে ফাইনালের প্রথম ইনিংসে এগিয়ে থাকা দল।
বিসিবির টুর্নামেন্ট কমিটির ভ্রম সংশোধনের পর বদলে গেছে রাজশাহীর গেমপ্ল্যানও। প্রথম ইনিংসে ৭১ রানের লিড নেওয়া আছে। তাদের ‘জিতেই শিরোপা জয়ের’ লক্ষ্য তাই এখন অনেকটাই নমনীয়। কাল ম্যাচের চতুর্থ দিনশেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৭ রান তোলার পর অধিনায়ক খালেদ মাসুদের নতুন লক্ষ্য, ‘ফাইনালে জয় ছাড়া শিরোপা জিতবে না চট্টগ্রাম। আমরা তাদের সেই সুযোগ দেব না। লাঞ্চের আগে যদি বড় একটা লিড নিতে পারি তাহলেই কেবল ইনিংস ঘোষণা করব। ড্র হলেও তো শিরোপা আমাদেরই থাকবে।’
দুই ইনিংসে ২৪৮ রানের লিড নিয়ে আজ আবার ব্যাটিংয়ে নামবেন রাজশাহীর দুই ব্যাটসম্যান জহুরুল ইসলাম ও ফরহাদ হোসেন। ৪৫ রানে প্রথম উইকেট পড়ার পর দ্বিতীয় উইকেটে ওপেনার মোহাম্মদ সোহরাওয়ার্দীর সঙ্গে ১১৬ রানের জুটি গড়া জহুরুল দিনশেষে ৬৭ রানে অপরাজিত থেকে এখন লিগের সর্বোচ্চ স্কোরারও (৯১৫*)। এখনো এক ইনিংস কম খেলা চট্টগ্রামের ফয়সাল হোসেনকে (৮৮০) কালই টপকে গেছেন তিনি। এর আগে চট্টগ্রাম প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৩০১ রানে। রাজশাহীর সোহরাওয়ার্দী ৭৩ রানে নিয়েছেন ৪ উইকেট।

No comments

Powered by Blogger.