২০ বছর পর বাগদাদ লন্ডন বিমান চলাচল শুরু

দীর্ঘ ২০ বছর পর বাগদাদ ও লন্ডনের মধ্যে আবার বিমান চলাচল শুরু হয়েছে। বাগদাদ থেকে ছেড়ে আসা ফ্লাইট আইএ-২৩৭ সুইডেনের ম্যালমো বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে গত রোববার স্থানীয় সময় রাত ১১টা আট মিনিটে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে অবতরণ করে। গত ১৬ এপ্রিল ফ্লাইট চালুর কথা থাকলেও আইসল্যান্ডের আগ্নেয়গিরির কারণে তা পিছিয়ে যায়। গ্যাটউইক বিমানবন্দরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
ইরাকের বেসামরিক বিমান চলাচল বিভাগের পরিচালক আদনান ব্লেবিল বলেন, বাগদাদ-লন্ডন ফ্লাইট শুরু হওয়ায় তিনি খুশি। তবে পশ্চিমা দেশের বিমান কোম্পানিগুলো আরও সহযোগিতামূলক মনোভাব দেখালে কয়েক বছর আগেই এটা শুরু করা যেত। তিনি জানান, এখন থেকে সপ্তাহে দুটি ফ্লাইট বাগদাদ থেকে লন্ডনের উদ্দেশে যাবে।
গত রোববারের ফ্লাইটে পরিবহনমন্ত্রী আমের আবদুল জব্বার ইসমাইল এবং ইরাকি এয়ারওয়েজের প্রধান কিফাহ্ হাসানসহ মোট ৩০ জন ইরাকি ও বিদেশী যাত্রী ছিলেন।
১৯৯০ সালে সাদ্দাম সরকার কুয়েত দখল করার পর জাতিসংঘ ইরাকের ওপর অবরোধ আরোপ করায় এতদিন এ ফ্লাইট বন্ধ ছিল

No comments

Powered by Blogger.