ইসরায়েল-ফিলিস্তিন পরোক্ষ আলোচনা

এক বছরের বেশি সময় পর প্রথম পরোক্ষ বৈঠক করেছে ফিলিস্তিন ও ইসরায়েল। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ফিলিপ ক্রাউলি এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত জর্জ মিশেলের মধ্যস্থতায় গত সোমবার এই পরোক্ষ বৈঠক হয়।
ক্রাউলি বলেন, আলোচনা কতটুকু ফলপ্রসূ হলো তা জানাতে সোমবারই মধ্যপ্রাচ্য থেকে ওয়াশিংটনে ফিরেছেন মিশেল। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন। গত বছর গাজায় ২২ দিনের ইসরায়েলি অভিযানের পর দুই দেশের মধ্যে সব ধরনের আলোচনা বন্ধ হয়ে যায়।
এদিকে ইসরায়েল সরকার অধিকৃত পশ্চিম তীর এলাকায় বেইতার ইলিত প্রকল্পের আওতায় নতুন ১১২টি ভবন নির্মাণের অনুমতি দেওয়ায় ক্ষোভ জানিয়েছে ফিলিস্তিনি পক্ষ। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন ফিলিপ ক্রাউলি। তিনি বলেন, ‘আবাসন প্রকল্পটি নিয়ে ইসরায়েলি পক্ষের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারা জানিয়েছে, সাময়িক স্থগিতাদেশ ঘোষণার আগে ওই প্রকল্পটির কাজ শুরু হয়েছিল। ভবনগুলো ওই প্রকল্পের অংশ। নতুন করে বসতি স্থাপন কার্যক্রম চালানো হচ্ছে না।’
এক সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ওই অঞ্চলে পৌঁছালে নতুন এই ভবন নির্মাণের অনুমতি দেওয়ার খবর প্রকাশ পায়। গত নভেম্বরে ইসরায়েল সরকার অধিকৃত এলাকায় আংশিকভাবে বসতি স্থাপন কার্যক্রমে স্থগিতাদেশ জারি করে।
এ ব্যাপারে ইসরায়েলে পরিবেশবিষয়ক মন্ত্রী গিলাদ এরদান বলেন, ‘গত বছরের শেষে সরকার বসতি স্থাপন কার্যক্রমে স্থগিতাদেশ জারি করে। তবে ১১২টি ভবন নির্মাণের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত এ ক্ষেত্রে ব্যতিক্রম। কারণ ওই স্থগিতাদেশ জারির আগেই এই প্রকল্পটি শুরু করা হয়েছিল।’
পশ্চিম তীরে মার্কিন দূত মিশেল ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে বৈঠক শেষে প্রধান ফিলিস্তিনি মধ্যস্থতাকারী সায়েব এরাকাত বলেন, ‘প্রেসিডেন্টের আলোচ্য সূচিতে এটাই (ভবন নির্মাণের অনুমতি) ছিল প্রথম বিষয়। প্রেসিডেন্ট বলেছেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
মার্কিন পররাষ্ট্র দপ্তর অবশ্য ইসরায়েলের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে। মুখপাত্র ক্রাউলি বলেন, ‘আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দুই পক্ষকেই পারস্পরিক স্বার্থের বিষয়টি মাথায় রাখতে হবে। দুই পক্ষেরই উচিত এমন কোনো পদক্ষেপ না নেওয়া, যা আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করে।’
সায়েব এরাকাত জানান, আনুষ্ঠানিক আলোচনা এখনো শুরু হয়নি। জর্জ মিশেল যুক্তরাষ্ট্র থেকে আবার আসার পর এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। আগামী ১৬ মার্চ মিশেলের আবার মধ্যপ্রাচ্যে যাওয়ার কথা।
সোমবার ইসরায়েল ঘোষণা করেছে, তারা জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটনকে গাজা পরিদর্শনের অনুমতি দেবে। গত বছরের সেনা অভিযানের পর থেকে গাজার ওপর কঠোর অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েলি সরকার।

No comments

Powered by Blogger.