অভিযোগ থেকে অব্যাহতি পেলেন আরেক ধর্মপ্রচারক

ভূমিকম্পে বিধ্বস্ত হাইতির ৩৩টি শিশু অপহরণের চেষ্টার অভিযোগ থেকে মার্কিন ধর্মপ্রচারক চারিসা কৌল্টারকে গতকাল সোমবার অব্যাহতি দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে মুক্তি দেন।
মুক্তি পাওয়ার পর কৌল্টার রয়টার্সকে বলেন, ‘কঠিন একটি অভিজ্ঞতার পর আমি শেষ পর্যন্ত বাড়ি যেতে পারছি।’
গত ২৯ জানুয়ারি হাইতি সরকার শিশু অপহরণের অভিযোগে ১০ জন মার্কিন ধর্মপ্রচারককে গ্রেপ্তার করে। পরে ফেব্রুয়ারি মাসে তাঁদের মধ্য থেকে আটজনকে মুক্তি দেওয়া হয়। তবে ধর্মপ্রচারক দলটির নেতা লরা সিলসবাই এখনো কারাগারে আছেন। বৈধ কাগজপত্র ছাড়াই অন্যদের হাইতি থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলে আরও একটি অভিযোগ আনা হয়েছে সিলসবাইয়ের বিরুদ্ধে। এ কারণে তাঁকে এখনো মুক্তি দেওয়া হয়নি।
সিলসবাই ও বাকি নয়জন ধর্মপ্রচারক আইডাহোর ব্যাপ্টিস্ট চার্চের সদস্য। তাঁরা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই হাইতি থেকে শিশুদের দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। তবে গ্রেপ্তার হওয়া ধর্মপ্রচারকেরা নিজেদের নির্দোষ দাবি করেন। পরে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফেব্রুয়ারি মাসে আটজন ও গতকাল একজনকে মুক্তি দেওয়া হয়।

No comments

Powered by Blogger.