পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা জোরদার করা হবে: উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া গতকাল মঙ্গলবার বলেছে, তারা পরমাণু অস্ত্র তৈরির ক্ষমতা অর্জনের চেষ্টা আরও জোরদার করবে।
দেশটি আরও বলেছে, তাদের শান্তির আহ্বান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আমলে না নিয়ে উল্টো সামরিক শক্তি প্রয়োগ করে দমানোর ব্যাপারেই বদ্ধপরিকর।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী প্রায় ৪০ হাজার সৈন্যের অংশগ্রহণে যৌথ সামরিক মহড়া শুরু করায় উত্তর কোরিয়া সামরিক সতর্কতার এই ঘোষণা দেয়।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র এভাবে চলতে থাকলে উত্তর কোরিয়া তার পরমাণু শক্তি অর্জনের চেষ্টা আরও জোরদার করবে

No comments

Powered by Blogger.