ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে আরেক ছাত্রের আত্মহত্যা

তেলেঙ্গানা রাজ্য গঠন প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় অন্ধ্র প্রদেশের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র আত্মহত্যা করেছেন। সাই কুমার নামের দ্বিতীয় বর্ষের ওই ছাত্র গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়-চত্বরের ছাত্রাবাসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ নিয়ে তেল্গোলা ইস্যুতে এই বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্র আত্মহত্যা করলেন।
তেলেঙ্গানা রাজ্য গঠনে বিলম্ব হওয়ায় আত্মহত্যার পথ বেছে নিলেন বলে এক চিরকুটে তিনি উল্লেখ করেছেন। তাঁর বাড়ি নালগোন্দা জেলায়।
পুলিশ জানায়, ছাত্রাবাসের কয়েকজন বন্ধু তাঁকে কক্ষের সিলিং ফ্যানে ঝুলে থাকতে দেখেন। হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।
এ ঘটনায় তেলেঙ্গানা রাজ্য গঠনের দাবিতে আন্দোলনের কেন্দ্রবিন্দুতে থাকা ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা দেখা দেয়। বিপুলসংখ্যক শিক্ষার্থী জড়ো হয়ে ‘জয় তেলেঙ্গানা’ বলে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত দেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকালের ও আজকের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করে।
তেলেঙ্গানা রাজ্যের দাবিতে এই বিশ্ববিদ্যালয়ে এটি তৃতীয় আত্মহত্যার ঘটনা।

No comments

Powered by Blogger.