দল ছাড়ার হুমকি আফ্রিদির

করাচির হয়ে পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি না খেলার হুমকি দিয়েছেন শহীদ আফ্রিদি! কারণ তাঁকে দলের অধিনায়ক করা হয়নি।
আফ্রিদির পরিবর্তে করাচি সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেসিসিএ) অধিনায়ক করেছে মোহাম্মদ সামিকে। এতে তাঁকে অবজ্ঞা করা হয়েছে বলেই মনে করছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক, ‘সিনিয়র খেলোয়াড়দের মূল্যায়নের বিষয়টি কেসিসিএর সিনিয়র কর্মকর্তাদের নতুন করে ভেবে দেখা উচিত।’ না জানিয়েই তাঁকে অধিনায়কত্ব থেকে বাদ দেওয়া হয়েছে, আফ্রিদির ক্ষোভের কারণ এটাই, ‘ন্যূনতম সৌজন্যবোধ থেকে কেসিসিএ কর্মকর্তাদের উচিত ছিল কেন তাঁরা আমাকে অধিনায়ক রাখতে চান না, সেটি জানানো। একজন সাধারণ খেলোয়াড় হিসেবেও দলে সব সময় খেলার জন্য প্রস্তুত আমি। কিন্তু সিনিয়র ক্রিকেটারদের মূল্যায়নের একটা ধরন তো আছে, সেটির কিছুই করেনি কেসিসিএ।’ এরপরই আফ্রিদি বললেন আসল কথাটা, ‘কেসিসিএ যদি সিনিয়র খেলোয়াড়দের যথাযথ মূল্যায়ন না করে তাহলে আমি অন্য অঞ্চলের হয়েও খেলতে বাধ্য হতে পারি।

No comments

Powered by Blogger.