‘নিষিদ্ধ’ সাঙ্গাকারার যুবরাজ-হতাশা

একের পর এক ম্যাচ হেরেই যাচ্ছে দল। দুই ম্যাচ জরিমানা দেওয়ার পর এবার এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন কুমার সাঙ্গাকারা। সব মিলিয়ে মেজাজটা বিগড়ে থাকারই কথা। কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়ক কুমার সাঙ্গাকারা ঝালটা মিটিয়েছেন যুবরাজ সিংয়ের ওপর। বলেছেন, ‘এখনো পর্যন্ত যুবরাজের পারফরম্যান্স হতাশাজনক।’
সবার নিচে থাকা সাঙ্গাকারার দলের জয় ৬ ম্যাচে মাত্র একটি। পরশু তাদের ৩৯ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মনোজ তিওয়ারির ৪৭ বলে অপরাজিত ৭৫ এবং সৌরভ গাঙ্গুলীর ৪০ বলে ৫০ রানের ইনিংসে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান তুলেছিল কলকাতা। ১৬ ম্যাচ পর আইপিএলে ফিফটির দেখা পেলেন গাঙ্গুলী। জবাবে ২০ ওভার খেলেও পাঞ্জাব করতে পারে মাত্র ১৪৪ রান। সর্বোচ্চ রান সাঙ্গাকারার, ২৭ বলে ৩০। দলের মতো অধিনায়কের নিজের অবস্থাও ভালো নয়। ৬ ম্যাচে রান করেছেন মাত্র ৯১। কিন্তু সাঙ্গাকারা হতাশ যুবরাজের পারফরম্যান্সে, ‘যুবির কাছে সবার অনেক প্রত্যাশা। ওকে দায়িত্ব নিয়ে খেলতে হবে, তবে আমি নিশ্চিত ও ভালো করার আপ্রাণ চেষ্টা করছে।’
এ মৌসুমেই যুবরাজকে সরিয়ে দলের অধিনায়ক করা হয়েছে সাঙ্গাকারাকে। তবে অধিনায়কত্ব উপভোগ করতে পারছেন না। দলের বাজে পারফরম্যান্স তো আছেই, সমানে খালি হচ্ছে নিজের পকেটটাও। স্লো ওভাররেটের কারণে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ২০ হাজার ডলার জরিমানা দিতে হয় তাঁকে। ২৪ মার্চ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে আবারও জরিমানা, দ্বিতীয়বার একই ‘অপরাধের’ জন্য এবার দিতে হয় ৪০ হাজার ডলার, আর বাকি সতীর্থদের সবার ১০ হাজার ডলার। সর্বশেষ কলকাতার বিপক্ষে ম্যাচে আবারও স্লো ওভাররেট, নিয়ম অনুযায়ী এবার এক ম্যাচের জন্য নিষিদ্ধ। আগামীকাল পয়েন্ট টেবিলের শীর্ষ দল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচটিতে বাইরেই বসে থাকতে হবে সাঙ্গাকারাকে।

No comments

Powered by Blogger.