মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে কান্দাহার

আফগানিস্তানে তালেবানের শক্ত ঘাঁটি কান্দাহার মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। মার্কিন কমান্ডাররা বুধবার জানান, ধীরে ধীরে কান্দাহারের নিয়ন্ত্রণ তাদের হাতে আসছে।
আফগানিস্তানে ন্যাটো ও মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল বলেন, কান্দাহারে তালেবান জঙ্গিদের সঙ্গে যুদ্ধ-পরিস্থিতি ন্যাটো বাহিনীর অনুকূলে চলে এসেছে। আগামী দিনগুলোতে কান্দাহার পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত থাকবে।
টেলিকনফারেন্স ওয়াশিংটনে সাংবাদিকদের ম্যাকক্রিস্টাল বলেন, কান্দাহার ও আশপাশ এলাকা বেসামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। তিনি বলেন, কান্দাহারে নিরাপত্তা জোরদার করার জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। আফগান পুলিশের সংখ্যা বাড়ানো হচ্ছে। আশপাশের এলাকায় আরও সেনা মোতায়েন করা হচ্ছে।

No comments

Powered by Blogger.