পাকিস্তানে আল-কায়েদার আরেক শীর্ষ নেতা নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় মিরানশাহ শহরে চালকবিহীন মার্কিন বিমান হামলায় আল-কায়েদার এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। নিহত নেতার নাম হোসাইন আল-ইয়েমেনি। পাকিস্তানে নিযুক্ত মার্কিন সেনা কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
এদিকে পাকিস্তান এই চালকবিহীন বিমান হামলার সমালোচনা করে বলেছে, এ ধরনের হামলার ফলে জঙ্গিদের প্রতি জনসমর্থন আরও বেড়ে যায়।
হোসাইন আল-ইয়েমেনি ছিলেন আল-কায়েদার পরিকল্পনাকারীদের অন্যতম। গত ডিসেম্বরে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত শহরে আত্মঘাতী বোমা হামলায় সিআইয়ের সাত কর্মী নিহত হওয়ার ঘটনায় হোসাইনের ভূমিকা ছিল বলে ধারণা করা হয়। এক ই-মেইল বার্তায় কর্মকর্তারা এ কথা জানান। ১৯৮৩ সালের পর থেকে সিআইএ-এর ওপর ওটিই ছিল সবচেয়ে ভয়াবহ হামলা।
হোসাইনের বয়স ছিল ত্রিশের কাছাকাছি। তিনি বোমা ও আত্মঘাতী অভিযানে সিদ্ধহস্ত ছিলেন। আল-কায়েদার জন্য পাকিস্তান থেকে তহবিল, তথ্য ও নতুন সদস্য সংগ্রহ করতেন।

No comments

Powered by Blogger.