বিএসপির সমাবেশে মৌমাছি থানায় এফআইআর

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্মৌতে গত সোমবার বহুজন সমাজবাদী পার্টির (বিএসপি) জনসমাবেশে একঝাঁক মৌমাছি ছেড়ে দিয়েছিল কে বা কারা। মৌমাছির আক্রমণে নাস্তানাবুদ হন অনেকে। ওই ঘটনায় অজ্ঞাত সংখ্যক লোককে অভিযুক্ত করে বিএসপি বুধবার রাতে আসহিয়ানা থানায় একটি এফআইআর দায়ের করেছে। খবর জি নিউজের।
জানা গেছে, দলের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমাবাই আম্বেদকার মাঠে এক বিশাল সমাবেশের আয়োজন করে বিএসপি। দলের প্রধান ও রাজ্যের মুখ্যমন্ত্রী মায়াবতী বক্তৃতা শুরু করা মাত্র একঝাঁক মৌমাছি সমাবেশে হামলা চালায়। এতে সমাবেশটি দৃশ্যত ভণ্ডুল হয়ে যায়। মায়াবতী ওই ঘটনার জন্য বিরোধীদের দায়ী করেছেন। সংসদীয় কমিটির তদন্তে বলা হয়েছে, সমাবেশ চলাকালে কয়েকজন লোক ইচ্ছাকৃতভাবে আগুন জ্বালিয়ে ধোঁয়ার সৃষ্টি করে। এতে পার্শ্ববর্তী বিশ্ববিদ্যালয় এলাকার গাছে থাকা মৌমাছিগুলো উড়ে সমাবেশে এসে লোকজনকে হুল ফোটাতে শুরু করে।

No comments

Powered by Blogger.