আরব দেশ সফরে যাচ্ছেন হিলারি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল শনিবার থেকে কাতার ও সৌদি আরব সফর শুরু করেছেন। ওই সফরে তিনি আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠক করে ইরানের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে মার্কিন অবস্থানের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করবেন।
হিলারি আরব-ইসরাইল শান্তির লক্ষ্যে ওবামা প্রশাসনের প্রয়াসের ব্যাপারেও সমর্থন আদায়ের চেষ্টা চালাবেন। তিনি পরে কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র-ইসলামিক বিশ্ব ফোরামে বক্তৃতাকালে মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্কের ব্যাপারে নতুন অধ্যায়ের সূচনা করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, হিলারির স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের হূদযন্ত্রে গত বৃহস্পতিবার অস্ত্রোপচার হওয়ায় তাঁর এ সফর এক দিন বিলম্বিত হয়েছে। তবে এ বিলম্বের ফলে তাঁর কোনো বৈঠক বাতিল করতে হবে না।
ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পক্ষে বেইজিংয়ের সমর্থন পাওয়ার চেষ্টায় তিনি চীনে তেল সরবরাহ বৃদ্ধির প্রস্তাব দেওয়ার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানাবেন। উল্লেখ্য, চীন তাদের অধিকাংশ তেল ইরান থেকে আমদানি করে থাকে।

No comments

Powered by Blogger.