ভারতের সঙ্গে যেকোনো বিষয়ে আলোচনায় রাজি পাকিস্তান

পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রসচিব পর্যায়ের আসন্ন বৈঠকে পাকিস্তান যেকোনো বিষয়ে আলোচনায় রাজি আছে। ভারতও আলোচনা শুরুর ব্যাপারে কোনো শর্তারোপ করছে না। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল বাসিত দেশটির রাষ্ট্র-নিয়ন্ত্রিত টেলিভিশন পিটিভিতে এ কথা বলেন। দ্য হিন্দু, এএফপি।
২৫ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে দুই দেশের মধ্যে এ আলোচনা শুরু হচ্ছে। আলোচনায় পাকিস্তানের পররাষ্ট্রসচিব সালমান বশির ও ভারতের পররাষ্ট্রসচিব নিরুপমা রাও নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেবেন। ভারতের মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে এটাই প্রথম বড় ধরনের আলোচনার উদ্যোগ।
আবদুল বাসিত বলেন, কাশ্মীর প্রসঙ্গ বা অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে আলোচনায় পাকিস্তানের কোনো আপত্তি নেই। এ ছাড়া বেলুচিস্তান ও আফগানিস্তানে পাকিস্তানের হস্তক্ষেপের ব্যাপারে ভারতের অভিযোগের বিষয় নিয়েও আলোচনায় রাজি আছে ইসলামাবাদ। কাশ্মীর সমস্যা প্রসঙ্গে তিনি দাবি করেন, ভারতের আন্তরিকতার অভাবেই এ সমস্যার সমাধান হয়নি। এ সমস্যার সমাধানে ভারত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
বিদ্যালয়ে জঙ্গি হামলা: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের তালেবান জঙ্গিরা বিস্ফোরণ ঘটিয়ে একটি উচ্চবিদ্যালয় ধ্বংস করে দিয়েছে। গতকাল শনিবার আফগান সীমান্তের কাছে উপজাতি-অধ্যুষিত মোহমান্দ জেলার কোয়ামারদির গ্রামের ওই বিদ্যালয়ে বিস্ফোরণ ঘটানো হয়।

No comments

Powered by Blogger.