প্রিমিয়ারে টিকে রইল সূর্যতরুণ

পারটেক্সের বিপক্ষে জয় ছিল দুই দলেরই। শেষ ম্যাচটা তাই হয়ে দাঁড়িয়েছিল অস্তিত্ব রক্ষার লড়াই। যারাই হারবে, প্রথম বিভাগে নেমে যাওয়ায় সঙ্গী হবে পারটেক্সের। রেলিগেশন লিগের সে লড়াইয়ে কাল খেলাঘরকে ৬৪ রানে হারিয়ে প্রিমিয়ার লিগে টিকে রইল গতবারের রানার্সআপ সূর্যতরুণ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ম্যাচে সূর্যতরুণের ৮ উইকেটে করা ২১১ রানের জবাবে ৪৫.৫ ওভারে ১৪৭ রান করে অলআউট হয়ে গেছে খেলাঘর। সর্বোচ্চ ৪৩ রান করেছেন আশরাফ আলী। সূর্যতরুণের মঞ্জুরুল ইসলাম ২০ রানে ৪ উইকেট নিয়েছেন। এর আগে ইমতিয়াজ হোসেন ও জুনায়েদ সিদ্দিকের ৭১ রানের ওপেনিং জুটিতে ভালো শুরু করেছিল সূর্যতরুণ। সেই ভালোটা পুরো ইনিংসে ধরে রাখা না গেলেও জেতার জন্য ২১১ই যথেষ্ট প্রমাণিত হয়েছে। দলের ১১৮ রানের মাথায়ই পড়েছে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ উইকেট। জুনায়েদ ৯১ বলে সর্বোচ্চ ৫৭ রান করেছেন।

No comments

Powered by Blogger.