দেশে খাদ্যশস্য সংরক্ষণের কৌশল উন্নয়নের বিষয়ে ক্যাটালিস্ট-বিসিপিএ চুক্তি

দেশে খাদ্যশস্য সংরক্ষণের কৌশল উন্নয়নে কাজ করার লক্ষ্যে ক্যাটালিস্ট ও বাংলাদেশ ক্রপ প্রটেকশন অ্যাসোসিয়েশনের (বিসিপিএ) মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি হয়েছে।
ক্যাটালিস্টের মহাব্যবস্থাপক জেমস ব্লিউয়েট এবং বিসিপিএয়ের চেয়ারম্যান আজমল হোসেন নিজ নিজ সংস্থার পক্ষে এ চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিসিপিএয়ের মহাসচিব মুশফিকুর রহমান, কোষাধ্যক্ষ সৈয়দ এ এম আসফাকুল আবেদিন ও আহ্বায়ক পার্থ শারথি রায়সহ ক্যাটালিস্টের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ চুক্তির আওতায় প্রতিষ্ঠান দুটি কৃষকদের মধ্যে তথ্যের অপ্রতুলতা মোকাবিলায় কার্যকর যোগাযোগ গড়ে তুলবে এবং এর ব্যবহারের মাধ্যমে খাদ্যশস্য সংরক্ষণের কৌশল উন্নয়নে কাজ করবে। এর ফলে কৃষকেরা খাদ্যশস্য সংরক্ষণ বিষয়ে তাঁদের জন্য প্রয়োজনীয় তথ্য পাবেন এবং কৃষিকাজে তা কাজে লাগাতে পারবেন বলে প্রতিষ্ঠান দুটি আশা করছে।

No comments

Powered by Blogger.