যুক্তরাষ্ট্রের আপত্তির পরও ২০ জন উইঘুর মুসলিমকে বহিষ্কার করছে কম্বোডিয়া

যুক্তরাষ্ট্র ও বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোর আপত্তি সত্ত্বেও দেশ থেকে চীনের উইঘুর সম্প্রদায়ের ২০ জনকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে কম্বোডিয়া সরকার। গতকাল শনিবার এ ঘোষণা দেওয়া হয়। গত জুলাই মাসে চীনের জিনজিয়াং প্রদেশে বিক্ষোভের পর ওই উইঘুররা কম্বোডিয়ায় আশ্রয় নেয়। চীনের ভাইস প্রেসিডেন্ট জি জিনপিংয়ের কম্বোডিয়া সফরের প্রাক্কালে এ সিদ্ধান্ত নিল দেশটির সরকার।
কম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যেখান থেকে তারা এসেছে, সেখানেই তাদের ফেরত পাঠানো হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খিও সোফেক বলেন, তারা এখন কম্বোডিয়ায় রয়েছে। তবে আগামী সাত দিনের মধ্যে তাদের ফেরত পাঠানো হবে। সম্ভবত চীনে।

No comments

Powered by Blogger.