জাতীয় দলের অনুশীলন ২৬ ডিসেম্বর থেকে

প্রিমিয়ার ক্রিকেট লিগ আজ শেষ হলেও জাতীয় দলের ক্রিকেটারদের ব্যস্ততা কমছে না। ভারত-শ্রীলঙ্কাকে নিয়ে আগামী ৪ জানুয়ারি থেকে শুরু ত্রিদেশীয় হোম সিরিজের জন্য বাংলাদেশ দলের মূল প্রস্তুতি শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর থেকে। এর আগে লিগ শেষ হওয়ার পর ২৫ তারিখ পর্যন্ত চার দিনের ছুটি কাটাবেন ক্রিকেটাররা।
ত্রিদেশীয় সিরিজের সব ম্যাচই যেহেতু দিবারাত্রির, অনুশীলন এবার ফ্লাডলাইটের আলোতেই হবে বলে জানিয়েছেন জাতীয় দলের সহকারী কোচ খালেদ মাহমুদ। অনুশীলন-সূচিতে আছে দুটি প্রস্তুতি ম্যাচও। ২৬ ডিসেম্বর ফ্লাডলাইটের আলোয় হওয়ার কথা ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ, ২৮ ডিসেম্বরের ম্যাচটি ৩০ ওভারের। প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররাই দুদলে ভাগ হয়ে খেলবেন ম্যাচ দুটি।
বিসিবি সূত্রে জানা গেছে, প্রস্তুতি ম্যাচ দুটিতে খেলার সম্ভাবনা আছে ইনজুরি-আক্রান্ত মাশরাফি বিন মুর্তজার। কয়েক দিন ধরেই প্র্যাকটিসে পূর্ণ রানআপ আর গতি নিয়ে বল করছেন মাশরাফি। ত্রিদেশীয় সিরিজে খেলানোর শেষ চেষ্টার অংশ হিসেবেই প্রস্তুতি ম্যাচে তাঁকে খেলানোর চিন্তাভাবনা চলছে বলে জানা গেছে।
ত্রিদেশীয় সিরিজের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল দেওয়া হয়েছে আগেই। দু-এক দিনের মধ্যে ১৪ সদস্যের চূড়ান্ত দলও দেওয়ার কথা। সূত্র জানায়, চূড়ান্ত দলে চলে আসতে পারেন আইসিএল-ফেরত এক বা একাধিক ক্রিকেটার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ।

No comments

Powered by Blogger.