পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করার দাবি -বিএনসির মতবিনিময় সভা

বাংলাদেশ ন্যাশনাল কাউন্সিল (বিএনসি) অব টেক্সটাইল গার্মেন্টস অ্যান্ড লেদার ওয়ার্কার্স আয়োজিত এক মতবিনিময় সভায় দেশের পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা ঘোষণা করার দাবি জানানো হয়েছে।
ঢাকার লেবার হলে গতকাল রোববার দিনব্যাপী এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় শ্রমিকনেতা রায় রমেশ চন্দ্র সভাপতিত্ব করেন। এতে আলোচনায় অংশ নেন বদরুদ্দোজা নিজাম, হেদায়েতুল ইসলাম, কুতুব উদ্দিন আহম্মেদ, সাকী রেজওয়ানা, লতিফা বেগম, তৌহিদুর রহমান, নাজমা আক্তার, নুরুল ইসলাম, আশরাফ উদ্দিন প্রমুখ।
সভায় শ্রমিকদের ওপর চালানো এক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিএনসির নেতা জেড এম কামরুল আনাম। এতে জানানো হয়, যেখানে চীনের শ্রমিকেরা ১০০ ডলার, ভিয়েতনামে ৬০, ইথিওপিয়ায় ৩০, পাকিস্তানে ৮২, শ্রীলঙ্কায় ৬৭, ভারতে ৬৫, ইন্দোনেশিয়ায় ৮০ এবং কম্বোডিয়ায় ৫০ ডলার ন্যূনতম মজুরি পাচ্ছেন, সেখানে বাংলাদেশের শ্রমিকদের দেওয়া হচ্ছে ২৫ ডলার, যা বর্তমান বাজারদর বা আন্তর্জাতিক প্রাপ্য মজুরির সঙ্গে মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়।

No comments

Powered by Blogger.