মেগরাহির স্বাস্থ্যের অবনতি

স্কটল্যান্ডের লকারবি শহরে বিমানে বোমা হামলার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত একমাত্র ব্যক্তি এবং পরে বিশেষ বিবেচনায় মুক্তি পাওয়া লিবীয় নাগরিক আবদেল বাসেত আলি আল-মেগরাহির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁর শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ত্রিপলি চিকিত্সাকেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ স্ক্যানে ধরা পড়েছে মেগরাহির সারা শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে। তাঁর স্বাস্থ্যের মারাত্মক অবনতি হয়েছে। শনিবার তাঁর কাশি বেড়ে যায়। তিনি ঘনঘন বমি করতে থাকেন। একপর্যায়ে ওই দিনই মেগরাহিকে ত্রিপলির ওই হাসপাতালে নেওয়া হয়।
স্কটল্যান্ডের লকারবি শহরে ১৯৮৮ সালের ডিসেম্বরে নিউইয়র্কগামী প্যান অ্যাম বোয়িং-৭৪৭ বিমানে বোমা হামলায় ২৭০ জন নিহত হন। ওই হামলার দায়ে স্কটল্যান্ডের আদালত মেগরাহিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। স্কটল্যান্ডের কারাগারে সাজাভোগের একপর্যায়ে তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর ২০ জন চিকিত্সকের একটি দল গত আগস্টে আশঙ্কা প্রকাশ করে বলে, মেগরাহি আর বড়জোর তিন মাস বাঁচবেন। ওই মাসেই মেগরাহিকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়।

No comments

Powered by Blogger.