জেলায়ার সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাত্

হন্ডুরাসের চলমান রাজনৈতিক সংকট নিরসনে সে দেশে নিযুক্ত মার্কিন কূটনীতিক গত শনিবার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ম্যানুয়েল জেলায়ার সঙ্গে সাক্ষাত্ করেছেন। খবর এএফপির।
মার্কিন রাষ্ট্রদূত হুগো লরেন্স জেলায়ার সঙ্গে দেখা করতে তেগুচিগালপায় ব্রাজিলের দূতাবাসে যান। ২৮ জুন সেনাসমর্থিত এক অভ্যুত্থানে ক্ষমতা হারান জেলায়া। এরপর বিদেশে সাময়িক নির্বাসনে থাকার পর তিনি সেপ্টেম্বরে দেশে ফিরে ব্রাজিলের দূতাবাসে আশ্রয় নেন।
জেলায়ার উপদেষ্টা রাসেল টম বলেন, হুগো লরেন্স ব্রাজিলের দূতাবাসে গিয়েছিলেন। তিনি জেলায়াকে বলেছেন, বড়দিন উপলক্ষে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন। এরপরই সংকট সমাধানে উদ্যোগ নেওয়া হবে। সংকটের সমাধানে মধ্য আমেরিকা পর্যায়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
হন্ডুরাসে গত ২৯ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পোরফিরিও লোবো জয়ী হয়। জানুয়ারিতে তাঁর ক্ষমতা নেওয়ার কথা। ওয়াশিংটন এই নির্বাচনের আগে জেলায়াকে ক্ষমতায় পুনর্বহালের আহ্বান জানিয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার সে দাবি উপেক্ষা করে নির্বাচন সম্পন্ন করে।

No comments

Powered by Blogger.