ব্রিটেনে জরিপে এগিয়ে রক্ষণশীলেরা

ব্রিটেনের প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি ক্ষমতাসীন লেবার পার্টির চেয়ে এগিয়ে রয়েছে। গতকাল রোববার প্রকাশিত পৃথক দুটি জনমত জরিপে এ কথা বলা হয়েছে। জরিপে লেবার পার্টির চেয়ে রক্ষণশীলেরা বেশি জনসমর্থন পেয়েছে। খবর এএফপির।
আইপিএসওএস-এমওআরআই পরিচালিত একটি জরিপ প্রতিবেদন গতকাল স্থানীয় দ্য অবজারভার পত্রিকায় ছাপা হয়। এতে বলা হয়, জনমত জরিপে অংশ নেওয়া ৪৩ শতাংশ নাগরিক ডেভিড ক্যামেরোনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির পক্ষে তাদের সমর্থন দিয়েছে। গত মাসের জরিপের তুলনায় এবার কনজারভেটিভ পার্টির পক্ষে ছয় শতাংশ সমর্থন বেড়েছে। প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের লেবার পার্টি পেয়েছে ২৬ শতাংশ জনসমর্থন। গত মাসের তুলনায় তাঁর সমর্থন কমেছে পাঁচ শতাংশ। এ জরিপে দেখা যায়, লিবারেল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ২০ শতাংশ সমর্থন।
আগামী জুনে ব্রিটেনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

No comments

Powered by Blogger.