আইএসআই মোল্লা ওমরকে পালাতে সহায়তা করেছে

মার্কিন পাইলটবিহীন বিমানের হামলার শিকার হতে পারেন—এই আশঙ্কায় তালেবান-প্রধান মোল্লা ওমরকে পাকিস্তানের সীমান্তবর্তী শহর কোয়েটা থেকে বন্দরনগর করাচিতে পালিয়ে যেতে সহায়তা করেছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)।
মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, আইএসআইয়ের সহায়তায় তালেবান নেতা মোল্লা ওমর সম্প্রতি কোয়েটা থেকে পালিয়েকরাচিতে আশ্রয় নিয়েছেন।
কর্মকর্তারা জানান, রমজান শেষ হওয়ার পর গত মাসে মোল্লা ওমর করাচিতে পালিয়ে যান। সেখানে নতুন শুরা পরিষদ গঠন করেছেন তিনি।
উল্লেখ্য, আফগানিস্তানে পাকিস্তানি প্রভাব বাড়ানোর জন্য নব্বইয়ের দশকে তালেবান গঠনে সহায়তা করে আইএসআই।
সাবেক সিআইএ কর্মকর্তা এবং আল-কায়েদা ও তালেবান বিশ্লেষক ব্রুস রিডেল নিশ্চিত করেছেন, মোল্লা ওমরকে সম্প্রতি করাচিতে দেখা গেছে। তিনি বলেন, কয়েকটি সূত্র দাবি করেছে, মার্কিন পাইলটবিহীন বিমানের হামলা থেকে মোল্লা ওমরকে নিরাপদে রাখতে তাঁকে যুদ্ধক্ষেত্র থেকে আরও দূরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় আইএসআই

No comments

Powered by Blogger.