জলবায়ু আন্দোলনে ঢাকার ফুটবল

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন হচ্ছে। এটা প্রতিরোধের উপায় খুঁজতে আগামী ৭ ডিসেম্বর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে আন্তর্জাতিক সেমিনার করছে জাতিসংঘ। জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান ইউনাইটেড নেশনস ভলান্টিয়ারের ঢাকার অফিসের উদ্যোগে (ইউএনভি) একটা প্রদর্শনী ফুটবল ম্যাচ হবে ঢাকায়। ২৬ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় দক্ষিণ কোরিয়ার হুন্দাই ক্লাবের সঙ্গে জাতীয় দলের প্রদর্শনী ম্যাচের আগে বেলা সাড়ে তিনটায় হবে এ ম্যাচটি।
ম্যাচের দুই দল—কোপেনহেগেন একাদশ ও বাফুফে একাদশ। বাংলাদেশে খেলা বিদেশি ফুটবলারদের নিয়ে কোপেনহেগেন একাদশ। বাফুফে একাদশে ডাকা হয়েছে জয় (অধিনায়ক), আলফাজ, মতিউর মুন্না, নজরুল, সুজন, জিয়া, শাকিল, শুভ্র, আবদুল্লাহ পারভেজ, ওবায়দুর, শরিফ, ফয়সাল মাহমুদ, শাকিল খান, রাশেদ পাপ্পু, তপু, রনি, আবুল, নাসির, মোবারক, মুন্নাকে।

No comments

Powered by Blogger.