হন্ডুরাসে সমঝোতা আলোচনা ফের ব্যর্থ

হন্ডুরাসে রাজনৈতিক সংকট নিরসনে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ম্যানুয়েল জেলায়া ও অন্তর্বর্তী সরকারের মধ্যে চলমান সমঝোতা আলোচনা আবারও ব্যর্থ হয়েছে। জেলায়ার মুখপাত্র মিরা মেজিয়া এ কথা বলেছেন।
মেজিয়া বলেন, জেলায়াকে ক্ষমতা ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানিয়েছে প্রেসিডেন্ট রবার্তো মিশেলেত্তির নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এদিকে প্রেসিডেন্ট রবার্তো মিশেলেত্তির শর্তসাপেক্ষ পদত্যাগ করার প্রস্তাব শুক্রবার প্রত্যাখ্যান করেছেন জেলায়া। এর মধ্য দিয়ে সমঝোতা আলোচনার অবসান ঘটেছে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন।
মেজিয়া অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার নানা টালবাহানা করে সময় ক্ষেপণের ফন্দি এঁটেছে। সরকার ওই আলোচনা আগামী ২৯ নভেম্বর পর্যন্ত টেনে নিয়ে যেতে চায়। ওই দিন দেশটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
২৮ জুন এক অভ্যুত্থানের মাধ্যমে জেলায়াকে ক্ষমতাচ্যুত করে নির্বাসনে পাঠায় হন্ডুরাসের সামরিক বাহিনী। ওই দিনই মিশেলেত্তির নেতৃত্বে সেখানে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। তখন থেকেই দেশটিতে রাজনৈতিক সংকট চলছে। গত মাসে গোপনে দেশে ফিরে রাজধানী তেগুচিগালপার ব্রাজিল দূতাবাসে আশ্রয় নেন জেলায়া।
মিশেলেত্তির মুখপাত্র ভিলমা মোরালেস বলেন, সরকার খোলা মনে আলোচনা করতে রাজি।’

No comments

Powered by Blogger.