মার্কিন ঘাঁটির ব্যাপারে জাপানের ক্ষমতাসীন জোটে মতভিন্নতা

জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়ার অভ্যন্তরে বিতর্কিত মার্কিন ঘাঁটি রাখা-সংক্রান্ত নতুন একটি প্রস্তাবের বিরোধিতা করেছে জাপানের ক্ষমতাসীন মধ্য-বাম সরকারের একটি শরিক দল।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী কাতসুইয়া ওকাদা শুক্রবার বলেন, ওকিনাওয়া থেকে ফুতেনমা বিমানঘাঁটি সরিয়ে নেওয়া হবে না। তবে ওই দ্বীপের অন্যান্য মার্কিন সামরিক স্থাপনার সঙ্গে একে একীভূত করা হতে পারে।
কিন্তু ক্ষমতাসীন জোটের শরিক সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান মিজুহো ফুকুশিমা এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, বিমানঘাঁটিটি অবশ্যই দ্বীপ থেকে সরিয়ে নিতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওকিনাওয়া দখল করে যুক্তরাষ্ট্র। এখনো সেখানে সামরিক ঘাঁটিতে তাদের হাজার হাজার সেনা অবস্থান করছে।

No comments

Powered by Blogger.