ইসলামাবাদে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার ওপর হামলা

পাকিস্তানে আবারও একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে এবারের হামলায় প্রাণে বেঁচে গেছেন ওই সেনা কর্মকর্তা। গতকাল মঙ্গলবার মোটরসাইকেল আরোহী দুই বন্দুকধারী সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ারের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে ইসলামাবাদে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো হামলা চালানো হলো।
পুলিশ কর্মকর্তা খুরশিদ খান বলেন, সকালের দিকে চালানো এ হামলায় কেউ আহত হননি। শহরের ব্যস্ত আই-৯ আবাসিক এলাকায় ওই হামলা চালানো হয়। হামলা চালিয়ে বন্দুকধারীরা পালিয়ে যায়।
তিনি জানান, মোটরসাইকেল আরোহী দুই বন্দুকধারী ব্রিগেডিয়ার ওয়াকার আহমেদের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। তিনি ও তাঁর মা তখন গাড়িতে ছিলেন। তবে ব্রিগেডিয়ার ওয়াকার, তাঁর মা কিংবা গাড়ির চালক কেউ আহত হননি।
গত বৃহস্পতিবার ইসলামাবাদে এক ব্রিগেডিয়ার ও তাঁর গাড়িচালককে হত্যা করে বন্দুকধারীরা। রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরসহ সেনাবাহিনীর ওপর জঙ্গিদের ধারাবাহিক হামলায় বিব্রত সেনাবাহিনী।

No comments

Powered by Blogger.