গিনিতে সেনা অভিযানের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন গঠন

গিনির জান্তা সরকার গত মাসে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর সেনাসদস্যদের গুলিবর্ষণের ঘটনা তদন্তে একটি স্বাধীন কমিশন গঠন করেছে। ওই অভিযানে ১৫০ জন বিক্ষোভকারী নিহত হয়। খবর এএফপির।
গত বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বিচার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কমিশন গঠনের কথা জানানো হয়।
কমিশনে মোট ৩১ জন সদস্য থাকবেন। এতে চারজন রাজনৈতিক দলের, তিনজন সুশীল সমাজের, তিনজন সেনাবাহিনীর ও তিনজন মানবাধিকার সংগঠনের সদস্য থাকবেন। বাকিরা আইনজীবী, বিচারক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
গত ২৮ সেপ্টেম্বর রাজধানী কনাক্রিতে সরকারবিরোধী এক বিক্ষোভে সেনাবাহিনী গুলি চালায়। জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো বলেছে, এতে দেড় শতাধিক লোক নিহত হয়েছে। তবে জান্তা সরকার বলেছে, মাত্র ৫৬ জন মারা গেছে।

No comments

Powered by Blogger.